Md. Yeasir Arafat(Head Teacher)

Md. Yeasir Arafat

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষা মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায়।এই শিক্ষা অর্জনের জন্য  শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা, স্বীয় অর্থ ও ভূমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কুমিল্লা  শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের সহযোগিতায় সুবর্ণচরের মত   পল্লী অঞ্চলের   একটি  প্রতিষ্ঠান ‘আবদুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়’। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি এক যুগ পেরিয়ে শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে । 

 “আমরা শ্রেষ্ঠ নই, কিন্তু ব্যতিক্রম”।

 

মোঃ ইয়াছির আরাফাত

এমবিএস, এমএড

প্রধান শিক্ষক

আবদুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়

 সুবর্ণচর , নোয়াখালী।